নোয়াখালী ম্যাসাকার ও তখনকার মিডিয়ার ভূমিকা -সুষুপ্ত পাঠক ১৯৪৬ সালের ১০ অক্টোবর কোজাগরী পূর্ণিমা লক্ষ্মিপুজার রাতে নোয়াখালীতে ভয়ংকর হিন্দু ম্যাসাকারের কোন নিউজও পূর্ব পাকিস্তানের কোন খবরের কাগজ প্রকাশ করেনি। সর্ব প্রথম নিউজ প্রকাশ করে ভারতীয় কমিউনিস্ট পার্টি পরিচালিত দৈনিক স্বাধীনতা পত্রিকা। পূর্ববঙ্গের প্রাদেশিক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সরকার পুরো ঘটনাকে তুচ্ছ, স্থানীয় বিবাদ হিসেবে আখ্যা দেন যখন কোলকাতা থেকে প্রকাশিত দৈনিকগুলিতে নোয়াখালীর নিউজ আসতে থাকে। তখন ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক মর্নিং নিউজ লেখেন, তুচ্ছ ঘটনাকে ‘হিন্দুদের প্রকাশিত পত্রিকায়’ বড় করে দেখানো হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত খবরের কাগজের এ সময়ের কিছু শিরোনাম দেখে নেয়া যাক- ‘দৈনিক যুগান্তর’ ‘নোয়াখালীতে পাঁচ সহস্রাধিক নিহত ও অর্ধলক্ষাধিক বিপন্ন’ একই নিউজে একাধিক উপশিরোনাম ছিলো: ‘চাঁদপুর শহরের দিকে উন্মত্ত আক্রমণকারী দল’ ‘মহকুমার সর্বত্র ব্যাপক হত্যাকাণ্ড ও গুণ্ডামী’ ‘কংগ্রেসী নেতৃবৃন্দের বিমানযোগে উপদ্রুত অঞ্চল পরিদর্শনের ব্যবস্থা’। আরেকটি নিউজ এই পত্রিকায় প্রকাশিত হয় গুরুত্ব দিয়ে, ‘নোয়াখাল...