লিখেছেন Prithwi Sen বাস দাঁড়িয়ে গেল প্রায় 6 কিমি আগে সেখান থেকে auto আর cng বাস নিয়ে গেল তাজমহলের গেট অব্দি। এবারে লম্বা লাইন আমরাও দাঁড়িয়ে গেলাম। যেমন রোদ আছে তেমনি গরম, দুয়ে মিলে পুড়ে যাবার জোগাড়। শেষে এল আমাদের security চেক। কিছু খাবার ছিল ব্যাগে এই বিস্কুট চানাচুর। শুরু হল সমস্যা, এগুলো নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। এখন আবার আরেকটা লাইনে দাঁড়িয়ে লকারে রেখে আসতে হবে এগুলো। কি করা যায় এখন, দেখলাম কয়েকটা হনুমান রয়েছে দূরে... ধুত্তোর নিকুচি করেছে, বলে প্যাকেট গুলো সামনে রেখে দিলাম ওদের। এসে নিয়ে গেল ওরা। সব সমস্যার শেষ। ওয়াহ তাজ: ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆ যাইহোক মূল গেট পেরুলাম এবারে মূল চত্ত্বরে প্রবেশ ঘটল। মাঝে রাস্তা দুদিকে সবুজ লন। একটু এগোতেই বামদিকে প্রকাশ পেতে লাগল তাজমহল একটু একটু করে। প্রথমে পাশের মিনার গুলো আর তারপরে এল মূল কক্ষ, আর তারপরে পুরোটা। একটা বাঁক নিলাম বামদিকে। বাহ অদ্ভুত অপূর্ব... বিস্ময়ে হতবাক করে দেয় এই সৌন্দর্য্য। অপূর্ব একখন্ড বিস্ময় যেন পৃথিবীতে নেমে এসেছে। এক টুকরো স্বর্গীয় পরিবেশ, মাঝখানে #যমুনা লম্বা হয়ে চলে গেছে তাজমহল অব্দি। এক...