সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হিন্দুরা ধর্মান্তরিত হবার কারন কি “বর্নপ্রথা”? না অন্য কিছু? - ডাঃ মৃনাল কান্তি দেবনাথ

“হিন্দুরা ধর্মান্তরিত হবার কারন কি “বর্নপ্রথা”? না অন্য কিছু?”  -ডাঃ মৃনাল কান্তি দেবনাথ  মানুষ নিজের পুর্ব পুরুষের আচার, বিচার, ধর্ম, সংষ্কার এমন কি ‘রাজনৈতিক মত পথ’ পরিবর্তন কেন করে? কারন নানাবিধ।  আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি। তার মধ্যে এমন কিছু দেশে গিয়েছি যেখানে ধর্ম পরিবর্তন করার এক এবং একমাত্র কারন ‘ভয়’ বা শুধু মাত্র মৃত্যুর হাত থেকে বেচে থাকার জন্য। পেরু, মেক্সিকো, বা অন্য ল্যাতিন আমেরিকার দেশে যান, দেখবেন সেখানকার মানুষ আজ সবাই খ্রীষ্টান। সেই সঙ্গে তাদের পুর্ব পুরুষের আচার,বিচার, ধর্মীয় পদ্ধতির নিদর্শন আজো বিদ্যমান। রোমান ক্যাথলিক ‘স্প্যানিয়ার্ডরা যখন ওই সব জায়গায় গেলো, তখন মেতে উঠলো মানুষ মারার উন্মাদনায়। তবে যদি ধর্ম পরিবর্তন করে ‘ রোমান ক্যাথলিক ধর্ম গ্রহন করো’ তাহলে মরতে হবে না। নিরীহ মানুষ কি করবে? এই কিছুদিন আগে, আই এস আই এস যখন ইরাকে তান্ডব চালাচ্ছিলো তখন ওই সব জায়গায় বসবাস কারী ‘ইয়াজিদি’ এবং খ্রীষ্টানরা দল বেধে মুসলিম হয়ে গেছে। খবরের কাগজে পড়েছিলাম মাত্র একদিনে “মসুল” শহরে ১৫০০০ খ্রীষ্টান মুসলিম হলো। এতো সেদিনের ঘটনা। একটূ খোজ নিন জানতে পারবেন।  আমাদ...

দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই, শিবপ্রসাদ রায়

দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই, শিবপ্রসাদ রায় ছোটোবেলায় একটা বই পড়েছিলাম, নাম “বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না।” বড় হয়েও এদেশের বহু ঘটনার বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। মনে হচ্ছে গোটা দেশের ভাবনা-চিন্তাগুলো যেন একটা অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে। অবিলম্বে যদি আমরা বাস্তবের মাটিতে পা না রাখতে পারি, আমাদের জন্য অপেক্ষা করছে চরম সর্বনাশ। এদেশের অর্থনৈতিক বিপর্যয় এবং মনুষ্যত্বের অবক্ষয়ের জন্য দায়ী করা হয় ভারত বিভাগকে। এই ভারত বিভাগ ছিল এদেশের তাবৎ হিন্দু নেতৃবৃন্দের নির্বুদ্ধিতার পরিণতি। শতকরা সাতানব্বই জন মুসলমানের দাবী ছিল : হিন্দু মুসলমান দুটো পৃথক জাতি। হিন্দুর সঙ্গে পাশাপাশি বাস করে মুসলমানদের ধর্ম সংস্কৃতি অক্ষুণ্ণ রাখা অসম্ভব। অতএব আমাদের একটা হোমল্যান্ড চাই, যার নাম পাকিস্তান। মুসলমান সমাজের পুরোটাই যখন ভারতবর্ষকে দুখণ্ড করতে ব্যস্ত, তখন হিন্দু নেতারা কি করছিলেন? জনগণকে বোঝাচ্ছিলেন, হিন্দু মুসলমান পৃথক জাতি নয়। এক জাতি, ভারতীয় জাতি। মুসলীম লীগ এবং মহম্মদ আলি জিন্নার দ্বিজাতিতত্ত্ব এবং পাকিস্তানের দাবী সম্পূর্ণ ভিত্তিহীন। মহাত্মা গান্ধী বললেন : ভারত দ্বিখণ্ডিত হলে তা আমা...