রাজীব রানা দাস এর টাইম লাইন থেকেঃ ১. পুরো সেকশনে আমার ছেলে একমাত্র সনাতন ধর্মাবলম্বী। ওদের স্কুলে রেগুলার পিরিয়ডে ইসলাম ধর্ম শিক্ষা ক্লাস হয়। সে সময় ওকে ক্লাসরুমেই বসে থাকতে হয়। বাইরে যাওয়ার সুযোগ নেই। সবগুলি পিরিয়ড শেষ হলে একদম স্কুল ছুটির আগে বাদবাকি সব সেকশনের সনাতন ধর্মাবলম্বী ছাত্রদের নিয়ে সম্পুর্ণ আলাদা কক্ষে হিন্দু ধর্ম শিক্ষা ক্লাস নেয়া হয়। সেসময় ইসলাম ধর্মাবলম্বী কোন ছাত্র আর ক্লাসে থাকেনা। যেহেতু সব ক্লাস শেষ তাই তারা যার যার মত বাড়িতে চলে যেতে পারে। ২. কৌশিক আজ বললো "সা**" নামের একটা ছেলে ওর সাথে ফ্রেন্ডশিপ ক্যান্সেল করেছে। জিজ্ঞেস করলাম, কেন ক্যান্সেল করলো? কৌশিক বললো, "আমি হিন্দু, তাই"। সম্প্রতি আরো একটি বাচ্চা কৌশিককে প্রতিদিনই বলে মুসলিম হয়ে যা। লা ইলাহা....বল। আমার ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকে না এত ছোট ছোট (ক্লাস থ্রি) বাচ্চাদের মাথায় এসব কে ঢুকায়!! ৩. আচ্ছা, জাতীয় শিক্ষাক্রমে ধর্ম শিক্ষা অন্তর্ভুক্ত করা কি খুব জরুরী? সরাসরি ধর্ম শিক্ষার বদলে " মানবিকতা/সিভিক সেন্স/সহমর্মিতা" এসব আরো বেশি করে অন্তর্ভুক্ত করা যায় না? ইসলাম/হিন্দু/খ্রিস্টান ধর্...