সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আগষ্ট ২০২৪ এবং এর পরবর্তী সময়ে হিন্দুদের উপর যেসব অত্যাচার এবং নির্যাতন হয়েছে তার একটা বিবরণ এখানে রাখার চেষ্টা করা হয়েছে

১১মার্চ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে পল মজুমদার খোকন নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা তার ছেলে পিয়াস মজুমদারকে হাত–পা বেঁধে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।  পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মধ্যে আজ সকালে তারা কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যান। দুপুরে পল মজুমদার বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদারকে (২২) হাত–পা বাঁধা অবস্থায় খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন। আশপাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

11 March 2025

A robbery incident took place at the house of a man named Paul Majumder Khokon in Lakirpara village of Kushla union in Kotalipara upazila of Gopalganj. At that time, the robbers tied his son Piyas Majumder's hands and feet and killed him before taking away cash and gold ornaments. Paul Majumder Khokon is a dentist and his wife Anita Vaidya is a nurse. They left for work this morning as usual. In the afternoon, Paul Majumder came to his house and saw his son Piyas Majumder (22) tied with his hands and feet on the bed and screamed. People from the area rushed to take Piyas Majumder to the Upazila Health Center, where the doctor on duty declared him dead.

Confirming the matter, Officer-in-Charge (OC) of Kotalipara police station Md. Abul Kalam Azad said that the body has been sent to Gopalganj morgue for autopsy. Legal action will be taken.


https://samakal.com/whole-country/article/284953


https://www.channelionline.com/disabled-youth-killed-in-broad-daylight-robbery-in-gopalganj/


https://www.itvbd.com/country/dhaka/206689/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0

https://ajkerbangla.com.bd/bangladesh/3374


Download from Youtube

https://www.youtube.com/watch?v=O51W5aTcRow

https://www.youtube.com/watch?v=n2ApvqYrxYo



✪✪✪


১১মার্চ ২০২৫

স্থানঃ খগেরহাট বাজার, পঞ্চগড় জেলা, দেবিগঞ্জ থানা   নামঃ শ্যামল চন্দ্র সেন।  একজন গ্রাম্য ডাক্তার।

ঘটনা: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিজ ফার্মেসির ভেতর থেকে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট বাজারে ‘মেসার্স বর্না ফার্মেসি’ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা।

মৃত শ্যামল সেন (৪০) ওই ইউনিয়নের বিনয়পুর সেনপাড়া গ্রামের খগেন সেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি স্বজনদের।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে শ্যামল বাড়ি থেকে বের হয়ে তার ফার্মেসিতে যান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার দিকে প্রতিবেশী দিনো সেন শ্যামলের মোবাইলে কয়েকবার কল দেন। সাড়া না পেয়ে শ্যামলের খোঁজে বাড়িতে যান তিনি।

সেখানেও না পেয়ে রাত ৯টার দিকে বাজারে গিয়ে শ্যামলের দোকান বন্ধ দেখতে পান তিনি। পরে আবার ফোন দিলে দোকানের ভেতর থেকে মোবাইলের আওয়াজ শোনা যায়। সন্দেহ হলে দোকানের সাটার খুলে ভেতরে ঢুকে শ্যামলকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে শুনে আশপাশের লোকজন গিয়ে শ্যামলকে মৃত অবস্থায় পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

❓প্রশ্ন: দুপাশের দুটি প্লাস্টিকের চেয়ার সমানভাবে দাড়ানো ছিলো। পা মাটিতে ঠেকানো অবস্থায় ছিলো।


✪✪✪

৯মার্চ ২০২৫

ঢাকা আশুলিয়ার নয়ারহাটে আজকে ৯/৩/২৫ রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে স্বর্ণ ব্যাবসায়ী দিলিপ দাস (৪৮)কে  ছুরিকাঘাতে  হত্যা করে দোকান লুট করে নিয়ে  যায় ডাকাত দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে সাদা রঙের একটি প্রাইভেটকারে তিনজন অস্ত্রধারী স্বর্ণপট্টিতে ঢুকে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। দিলীপ স্বর্ণালয়ের স্বত্বাধিকারী সে সময় দোকান বন্ধ করছিলেন। স্বর্ণের ব্যাগটি তার হাতে ছিল। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নিয়ে কাকটেল ফাটাতে ফাটাতে প্রাইভেটকারে চেপে চলে যায়।

দিলীপের স্ত্রী সরস্বতী দাস জানান, ওই ব্যাগে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল।


https://bangla.thedailystar.net/news/bangladesh/crime-justice/news-657206?


✪✪

জিজিয়া করের দাবিতে হিন্দু যুবক কে কুপিয়ে হত্যা চেষ্টা-


গত ৭ মার্চ শুক্রবার রাত ৮টার দিকে বরগুনা জেলা বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ গ্রামের নরেন চন্দ্র গাইনের ছেলে কোয়েল কৃষ্ণ গাইন (৩০) কে জিজিয়া করের দাবিতে কাজিরাবাদ গ্রামের সমীর সিকদার বাড়ির সামনে কুপিয়ে হত্যা চেষ্টা করে একই গ্রামের আব্দুল করিমের ছেলে আবু সালেহ (৩০) এবং আব্দুল হামেদের ছেলে তামিম (২৫)।


কোয়েল কৃষ্ণ গাইনের কাছে আবু সালেহ এবং তামিম প্রথমে টাকা (জিজিয়া কর) চান। কেন টাকা (জিজিয়া কর) দিতে হবে জানতে চাইলে তাঁরা বলেন, ‘এলাকায় থাকতে হলে মাঝে মাঝে আমাদের টাকা (জিজিয়া কর) দিতে হবে’।

চাঁদা (জিজিয়া কর) না দেওয়ায় তারা উত্তেজিত হয়ে কোয়েলকে কিল ঘুষি মারেন। একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা চেষ্টা করে।


তাদের হুমকি-ধমকি, অত্যাচারে গ্রামের হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দা ষাটোর্ধ সমীর চন্দ্র সিকাদার।


✪✪✪


৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একই গ্রামের বিএনপি নেতা মোঃ নয়ন গাজী, ননী গোপাল সরকারের ছেলে শম্ভু সরকার কে বেদম মার মেরে গুরুতর আহত করেন। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নেছারাবাদের উপজেলার, সমুদয়কাঠি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের, মৈশানি গ্রামে। ভুক্তভোগী এখন হসপিটালে ভর্তি আছেন।

https://www.facebook.com/sanatantv/videos/551912894602808/


✪✪

হবিগঞ্জ জেলার  মাধবপুরের  শাহজালাল সরকারি কলেজের মনপ্রিয়া সরকার নামে এক হিন্দু ছাত্রী অপহৃত হয়েছে! /৮মার্চ/


✪✪

ঘটনা: ৮মার্চ ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেনীর হিন্দু শিক্ষার্থী ধর্ষনের শিকার

ঠাকুরগাঁওয়ে অভিযভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডে (কাঠালতলি মাদারগঞ্জ) ৫ম শ্রেনীর ছাত্রী প্রাইভেট পড়তে এলে সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন মানিক তাকে ধর্ষন করে।

https://www.facebook.com/share/r/15xSnEEnek/

#সনাতনটিভি


✪✪

৭মার্চ ২৫ দিবাগত রাত

চট্টগ্রাম পটিয়ার ভাটিখাইনে মধ্যরাতে শ্মশান কালী মন্দির থেকে নগদ অর্থ ও দান বাক্স চু*রি*র ঘটনা ঘটেছে।।

#সনাতনটিভি


✪✪

ঘটনা: ৬ মার্চ ২৫, বৃহস্পতিবার,  বিকাল

যশোরের অভয়নগর থানার সাং-পাথালিয়া (বাগপাড়া) গ্রামে জমি নিয়ে বিবাদ সৃষ্টি করে শ্যামল কুমার বিশ্বাস ও তার পরিবারের ওপর এলোপাথাড়ি হামলা।

শ্যামল স্যার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন।  তিনি যথেষ্ট ভদ্র নমনীয়। শান্ত প্রকৃতির মানুষ।

স্যারের উপর হামলা করে ১। মোঃ বাবলু মোল্যা (৫০), পিতা-দলিল উদ্দিন মোল্যা, ২। মোঃ আরাফাত মোল্যা (২০), পিতা-মোঃ বাবলু মোল্যা, উভয় সাং-পাথালিয়া (বাগপাড়া), থানা-অভয়নগর, জেলা-যশোর।

তার ওপর এমন হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


https://www.facebook.com/share/r/1EKYAVYVyk/



✪✪

ঘটনা: ৬ মার্চ ২০২৫

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ ইং।

দৈনিক জনবাণী

পটিয়ায় দোকান বাড়িতে ডাকাতি আহত ২

চট্টগ্রামের পটিয়ায় একদিনের ব্যবধানে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। একই রাতে লোকনাথ মন্দির ও বিটন চন্দ নামে একব্যক্তির দোকানের মালামাল লুট সহ একটি ঘরে ডাকাতি করার সময় ডাকাতের হামলায় আহত হয়েছেন মা-ছেলেসহ দুইজন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রীমতি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মৃত সাধন চন্দের পুত্র উজ্জ্বল চন্দ (৪২) ও তার মা সন্ধ্যা রাণী চন্দ (৭৬)। আহতরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে লে চিকিৎসা গ্রহণ করেছেন। জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডটি এ ইউনিয়নের দক্ষিণ প্রান্তে।

শুক্রবার দিবাগত রাতে ৮-১০ জনের অস্ত্রধারী ডাকাতদল হানা দিয়ে দোকান, মন্দির ও ঘরে গণডাকাতি করে। এসময় সন্ধ্যা রাণী চন্দের কানের দুল না দেওয়ার জন্য চিৎকার করলে ছেলে ও মাকে মারধর করে রক্তাক্ত করে। ডাকাতদল বৃদ্ধার কানের দুল ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কৃষ্ণ কুমার চন্দ জানান, ডাকাতদল গভীর রাতে হানা দিয়ে তাদের এলাকার মন্দির, দোকান ও একজনের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল দুইজনকে মারধর করেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।


✪✪

০৩ মার্চ ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৩ বছরের একটি শিশু দোকানে চকলেট কিনতে গেলে দোকানের মালিক রেদওয়ান ইসলাম আরিফ তাকে পাশবিক নির্যাতন করে।


গত সোমবার ০৩ মার্চ ২০২৫ সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তিন বছরের একটি শিশু বাড়ির নীচের একটি দোকানে চকলেট কিনতে গিয়েছিল। সেই সময় দোকানের মালিক আরিফ তাকে ভয়াবহভাবে শারীরিক নির্যাতন  করে। ওই রাতেই শিশুটির মা বড়লেখা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফকে গ্রেপ্তার করে। এই ব্যাক্তি  বড়লেখা পৌরসভার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সরকার জানান, শিশুটিকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিশুটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়ে। বর্তমানে শিশুটি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


শিশুটির মা জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, “বাসার মালিক আমাকে হুমকি দিচ্ছেন, কারণ আমি পুলিশের কাছে নির্যাতনের প্রমাণের কথা বলেছি। ঘটনার দিন তারা শিশুটিকে হাসপাতালে পর্যন্ত যেতে দেয়নি।”


মাত্র ৩ বছর ৭ মাস বয়সী এক ছোট্ট শিশুর জীবন নষ্ট করে দিয়েছে এক অমানবিক ব্যক্তি। শিশুটি এখন স্বজনদের সঙ্গেও স্বাভাবিক হতে পারছে না! আমরা কি চুপ থাকব? নাকি এক হয়ে ন্যায়বিচারের দাবি তুলব?


অভিযুক্ত:

🔴 নাম: রেদওয়ান ইসলাম আরিফ

🔴 পিতার নাম: নজরুল ইসলাম

🔴 ঠিকানা: বড়লেখা, মৌলভীবাজার


এই ঘটনায় যথাযথ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। শেয়ার করুন, যেন এই ঘটনার সঠিক বিচার হয় এবং ভবিষ্যতে আর কোনো শিশু যেনো এমন নির্যাতনের শিকার না হয়!


03 March 2025

A 3-year-old child in Baralekha Upazila of Moulvibazar was raped by the shop owner Redwan Islam Arif when the child was buying candy from a shop that is downstairs from their residence.


The incident happened on the morning Monday, 03 March 2025, the child, who lives with her family at a rented house, was given Tk 30 to buy candy from a shop below their residence. When the child did not return home promptly, the mother went downstairs and found the shopkeeper undressing and assaulting the child. Upon witnessing the incident, the mother screamed and rescued the child.


The victim's mother filed a case with the Barlekha Police Station last night, and police subsequently arrested the accused — the 17-year-old shopkeeper — in connection to the case, said Abul Kashem Sarkar, OC of Barlekha Police Station.


Officer-in-charge of Baralekha Police Station Abul Kashem Sarkar said that the child was first taken to Baralekha Upazila Health Complex and later transferred to Sylhet MAG Osmani Medical College Hospital for advanced treatment.


The child's physical condition became more complicated as he was suffering from thalassemia. The child is currently undergoing treatment at a private hospital in Sylhet.


The child's mother said that she has been suffering from insecurity since the incident. She said, "The owner of the house is threatening me because I told the police about the evidence of torture. On the day of the incident, they did not even let the child go to the hospital."


Accused:

🔴 Name: Redwan Islam Arif

🔴 Father's name: Nazrul Islam

🔴 Address: Baralekha, Moulvibazar


https://www.thedailystar.net/news/bangladesh/crime-justice/news/17-year-old-arrested-over-rape-child-moulvibazar-3839396


https://www.tbsnews.net/bangladesh/youth-sent-jail-over-rape-3-year-old-child-moulvibazar-1085181


https://bangla.thedailystar.net/news/bangladesh/crime-justice/news-655756


https://samakal.com/sylhet/article/284915/%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95-%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0


✪✪

ঘটনা: ২ মার্চ ২০২৫

স্বামীর অকালমৃত্যুর পর সংসার সামলানোর পাশাপাশি পাঁচটি গরু লালন-পালন করে আসছিলেন লাকি রানী দে। গরু বিক্রি করে সংসার খরচ আর দুই মেয়ের লেখাপড়ার খরচ চালানোর চিন্তা করেছিলেন। টাকার প্রয়োজনে সম্প্রতি একটি গরু বিক্রিও করেন। এরই মধ্যে দুর্বৃত্তরা গোযালঘরের তালা কেটে বাকি চারটি গরু চুরি করে নিয়ে গেছে। এ পরিস্থিতিতে লাকি নিঃস্ব হয়ে পড়েছেন।

লাকি রানী মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা। উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় তাঁর স্বামী প্রশান্ত দের পানের টংদোকান ছিল। প্রায় তিন বছর আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।


✪✪

২৭ ফেব্রুয়ারি ২০২৫

আরেকটা পুর্নিমা শীল ঘটনার নিভৃতে পুনরাবৃত্তি হয়ে গেছে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া গ্রামে।


এক ১৪ বছর বয়সী সংখ্যালঘু হিন্দু কিশোরীর কথা বলছি।


২৭ ফেব্রুয়ারী রাতে চিহ্নিত জামাত নেতা আব্দুল কুদ্দুস ও সামিনুর রহমান এই কিশোরীর বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং যথারীতি গনিমতের মাল হিসেবে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।


তার বাবা মায়ের শেষ কাকুতি ছিল অন্তত মেয়েটাকে যেন নিস্তার দেয়া হয়। সেটা হয় নাই।

পাশের ভুট্টো ক্ষেতে নিয়ে তাকে গ্যাং রেপ করে ১০-১৫ জন মিলে।


https://www.ajkerpatrika.com/bangladesh/ajpdxhwtp7ogk


https://sarabangla.net/news/post-976103




⏩ কুষ্টিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে দোকান দখলের অভিযোগ!!

২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং।।


কুষ্টিয়ার হরিনারায়ণপুর বাজারে ২ টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় বিএনপি নেতা রিয়াজ ও তার সহযোগিরা। ভুক্তভোগী সুমিত কুমার অমলের পিতা মৃত শেখরেন্দ্র সরকার অভিযুক্ত রবিউল গং এর পিতা মৃত আব্দুর রহমানের কাছে জমি বিক্রি করেন যার আরএস-৩৮৩৯ নং দাগের পূর্ব অংশের ০.০৩৫০ একর। অথচ ক্ষমতার জোরে অভিযুক্তরা আরএস-৭৫৫৬ ও ৭৫৫৭ নং দাগে জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন। এজন্য তারা ভুক্তভোগীর দোকানে তালা ঝুলিয়েছেন। স্থানীয় বিএনপি নেতা রিয়াজ ও তার সহযোগিদের নেতৃত্বে দখলবাজির এ কর্মকান্ড চলছে বলে জানান ভুক্তভোগীরা। 

আমি সংখ্যালঘু হিন্দু, আমাকে আপনারা তেড়ে দেন: ঠিক এভাবেই বলতে থাকেন সুমিত কুমার অমল।

এলাকার সকল ধর্মবর্ণের মানুষ এ ঘটনায় তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছেন।

কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর বাজারে এ ঘটনা ঘটেছে।


✪✪

২৫ ফেব্রুয়ারী ২০২৫

পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলায়

২২ টি হিন্দু পরিবারের এক সাথে ঘর-বাড়ি লুটপাট ও পুকুরের পানিতে বিষ মিশিয়ে সকল মাছ ধরে নিয়ে গেছে।

https://youtu.be/Szb0fQauccA?si=hn1cqtksDN0zfv9I


In Bangladesh, 22 Hindu families were looted simultaneously in broad daylight on 27/2/25 in Auliapur village of Rongopaldi union in Dasmina upazila of Patuakhali district.  The victimized family is now living in crisis.Extreme brutality is going on in the country, Basic Human rights are being violated !

✪✪


টাঙ্গাইল সখীপুরের কুতুবপুর শাপলাপাড়ায় আদালতের নির্দেশে গত ২৩-০১-২০২৫ তারিখে বাড়ি ঘর উচ্ছেদ হওয়া (ভাঙা) ভুক্তভোগী হিন্দু আদিবাসী কোচ পরিবারের প্রধান সেই বৃদ্ধা মহিলা সুন্তী রাণী (৭০) আজ ২৪ ফেব্রুয়ারী ২০২৫ সোমবার ভোর ৫ (পাঁচ) টার দিকে না ফেরার দেশে চলে গেছেন।


স্থানীয় সূত্রে জানা যায় তার বাড়ি-ঘর ভাঙার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং খুবই চিন্তিত হয়ে পড়েন ঠিক তারই সূত্র ধরে গতরাতের ভারী বৃষ্টি ও বাতাসের ফলে ঘর-বাড়ি না থাকায় প্রচণ্ড ঠাণ্ডায় আক্রান্ত হয়ে মারা যান বলে স্থানীয় ও পরিবারের দাবী।


তাং-২৪-২-২০২৫ইং।


✪✪

২৩/২/২৫

কি ভাবছেন পুরনো ভিডিও?

- না। এটা আজকের। কিছুক্ষন আগের।

আমার শ্রদ্ধ্যেয় শিক্ষক ও বড় ভাই অশেষ সরকার দাদার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

গতকালকেও একই এলাকার ঈশ্বর ডাক্তার নামের একজনের বাড়িতে আগুন দিয়েছিলো।


দেবীগঞ্জ বাজার, ঠাকুরগাও সদর, ঠাকুরগাও।

রাত:- ৯ টা।

তারিখ:- ২৩/০২/২০২৫।


✪✪

২১/২/২৫

শ্রী শ্রী রক্ষা কালি মাতার মন্দির, দিলালপুর, পাবনা সদর, পাবনা- দুষ্কৃতকারীদের হামলার শিকার।

২১ এ ফেব্রুয়ারী ২০২৫ইং


✪✪

১৮/২/২৫

রিপন সরকারের গোয়াল ঘরে আগুন দিয়ে গর্ভাবস্থায়  চারটি গরু রাতের আধারে পুড়িয়ে দিয়েছে। 

ঘটনাটি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বড়ি গ্রামের সোমবার রাতে এই ঘটনাটি ঘটে।

৩ দিন ধরে শ্রী শ্রী গঙ্গা পূজা উপলক্ষে ব্যস্ত ছিলেন হরিবন্ধু জলদাস। এরইমধ্যে গত ১৮ই ফেব্রুয়ারী ২০২৫ ইং মঙ্গলবার  রাতে দুর্বৃত্তরা তার মাছ ধরার ট্রলারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থলঃ নোয়াখালির হাতিয়া উপজেলার ৪নং ননচিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ফরাজি গ্রাম।।

রেললাইনে পড়ে ছিল আওয়ামী লীগ নেতার মরদেহ, রশিতে বাঁধা ছিল দু’হাত

সমকাল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:৩৩

পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের হলদীবাড়ী এলাকা থেকে ট্রেনে কাটা অবস্থায় ভরত চন্দ্র রায় (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। এসময় তার দুই হাত প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

নিহত ভরত চন্দ্র রায় চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী কুমার পাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, তাকে হত্যা করে অথবা হাত বেঁধে রেললাইনে ফেলে রাখা হয়েছিল। পরে ঢাকা থেকে পার্বতীপুরগামী কোনো এক ট্রেনে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় দিনাজপুর সিআইডির এএসপি ফারুক আহম্মেদ, এএসপি সার্কেল জিন্নাহ আল মামুন, ডিবির ওসি সোহেল রানা, রেলওয়ে থানার ওসি ফকরুল ইসলাম ও মডেল থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের ছোট ছেলে রিপন চন্দ্র জানান, তার বাবা ভরত চন্দ্র রায় রেলওয়েতে খালাসি পদে চুক্তিভিত্তিক চাকরি করতেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার সকালে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। প্রতিদিন সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরলেও সেদিন রাত ৭টার দিক থেকে তার ফোন আমরা বন্ধ পাই। সারারাত বাড়িতে না ফেরায় সকালে খুঁজতে এসে জানতে পারি বাবাকে কে বা কারা রশি দিয়ে হাত বেঁধে হত্যা করে রেললাইনে ফেলে রেখে গেছে।

তিনি আরো জানান, তার বাবার দেড় লাখ টাকা বকেয়া বেতন পাওয়ার কথা ছিল সোমবার। ওই টাকা দিয়ে আজ মঙ্গলবার চাচাতো বোনের বিয়ের জন্য মোটরসাইকেল কিনতে যাওয়ার কথা ছিল।

ভরত চন্দ্রের স্ত্রী ভারতী বানী জানান, আমার স্বামীর কোনো শত্রু আছে বলে আমার জানা নেই। কী কারণে তাকে এভাবে হত্যা করা হয়েছে তা বুঝতে পারছি না। আমার প্রয়াত দেবরের মেয়ে সোনামনির বিয়ে আগামী বৃহস্পতিবার। আজ মঙ্গলবার মোটরসাইকেল কিনতে যাওয়ার কথা। এখন সব চুরমার হয়ে গেল।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, রেললাইনে ট্রেনে কাটা পড়া অবস্থায় ভরত চন্দ্রের মরদেহ উদ্ধার কারা হয়েছে। তার দু’হাত প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

https://samakal.com/whole-country/article/281411


✪✪

১৭ ফেব্রুয়ারি,  অভয়নগর, 

পরিমল কর্মকারের বাড়ি দখল করে বিএনপি নেতা আলাউদ্দীন

পরিমল কান্তি কর্মকার বলেন, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি জানতে পারেন এফএম আলাউদ্দিনের দুই ছেলে, তার পিতা বিএনপি নেতা এফ এম আলাউদ্দিন ও তার চাচা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফএম গিয়াস উদ্দিন ক্ষমতা প্রয়োগ করে আমাদের বসতবাড়িটি দখল করে তালা লাগিয়ে দিয়েছে’।


https://gramerkagoj.com/details.php?id=90965

https://www.jugantor.com/country-news/919469
https://www.somoynews.tv/news/2025-02-20/481tCS9w

১৭ ফেব্রুয়ারি

ধর্ষিতা নারীটি ছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী, সাথে উনার স্বামী ছিলেন।

হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে, কারণ ওরা জানে হিন্দুরা উলটো মাইর দেয়নি কখনো,  আর দেবেও না। কিন্তু দাদা আর কতক্ষণ??

https://www.bbc.com/bengali/articles/cjd35n58y7jo



✪✪

পিরোজপুরে দোকান ও মন্দিরে হামলা-ভাঙচুর, আহত ১০

এ ঘটনায় মামলা করা হলে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2025, 04:22 PM


পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক ব্যক্তির দোকান ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে ১০ জনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার মাঠিভাংঙ্গা ইউনিয়নের সামন্তকাঠী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।

আহতরা হলেন- সামন্তকাঠী পশ্চিম চরপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির সভাপতি মিলন গাইন ও তার স্ত্রী ইরানী গাইন এবং ব্যবসায়ী রেবতী গাইন ও তার স্ত্রী বীথি গাইন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

গ্রেপ্তাররা হলেন- ছাব্বির সেখ (২৩), মুস্তাকিন সেখ (২০) এবং নয়ন সেখ (২০)। তারা মাঠিভাংঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আহত রেবতী গাইন বলেন, “কয়েকদিন আগে আমার চায়ের দোকানে বসে স্থানীয় কয়েক ছেলে চা খাচ্ছিলেন। এ সময় তারা দীর্ঘ সময় ফ্রি ওয়াইফাই (ইন্টারনেট) ব্যবহার করছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। পরে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।

“এ নিয়ে শুক্রবার সকালে স্থানীয় পর্যায়ে শালিসে মীমাংসার কথা থাকলেও তারা আসেননি। পরে রাতে ১৫ থেকে ২০ জন এসে দোকানে হামলা চালায়। এ সময় তারা আমাকে মারধর ও মালামাল লুটপাট করতে থাকেন। আমার স্ত্রী বীথি বাধা দিতে তাকেও মারধর করা হয়।”

তিনি বলেন, “দোকানে হামলা শেষে যাওয়ার পথে তারা সামন্তকাঠী পশ্চিম চরপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির হামলা করে। এ সময় মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়। তাদের বাধা দিলে মন্দির কমিটির সভাপতি মিলন গাইন ও তার স্ত্রী ইরানীকেও মারধর করা হয়।”

মিলন গাইন বলেন, “রেবতী গাইনের দোকানে হামলার সময় তার চিৎকার শুনে আমরা ছুটে যাই। এ সময় হামলাকারী আমাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। হামলা শেষে ফিরে যাওয়ার পথে তারা মন্দির ও প্রতিমা ভাঙচুর করে। বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে রড ও জিআই পাইপ ছিল।”

ওসি মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় রেবতী গাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান তিনি।

খবর পেয়ে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মন্দির ও প্রতিমা স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি মিলন গাইন।



হালুয়াঘাটে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

জনকন্ঠ, নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ ॥

প্রকাশিত: ১৯:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫


ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের আধাঁরে কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার শাকুয়াই ইউনিয়নের ভাট্টা এলাকার দক্ষিণ কালীবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে। এতে মন্দিরে থাকা তিনটি প্রতিমার মাথা ও হাতের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রসিদ।

স্থানীয় কালী মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী বলেন, রাত ১০টা পর্যন্ত এখানে মানুষের আনাগোনা থাকে। গতরাত সাড়ে ১২টায় ঘুম থেকে উঠে মন্দিরের সামনে গিয়ে দেখি কে বা কাহারা প্রতিমার মাথা ও হাত  ভেঙে ফেলেছে।

হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




১১ ফেব্রুয়ারি ২০২৫

পিরোজপুরের ডুমুরিতলা শারিকতলা ইউনিয়নের সাহা পাড়ায় রাতের অন্ধকারে সমীর সাহা এবং কালা সাহার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে!


দুটি সংখ্যালঘু পরিবার দুর্বৃত্তদের আগুনে সর্বশান্ত হয়ে গেলে...!!! আগামীকাল মেয়ের বিয়ে, বিয়ের সমস্ত বাজার ঘরে, বাদ যায়নি বিয়ের শাড়িটাও! একমাত্র আয়ের উৎস ভ্যানটিও পুড়ে ছাই.......


পরিবারের ভাষ্যমতে রাতের আঁধারে দুর্বৃত্তরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়!

প্রসঙ্গত, তারা অভিযোগ করেছে রাতের আধারে ঘরের চারপাশ থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার উদ্দেশ্য ছিল দুর্বৃত্তদের! উল্লেখ্য এই বাড়িতে গত মাসেও একবার আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল!


11 Feb 2025, 04:52 PM

গোপালগঞ্জে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

https://bangla.bdnews24.com/samagrabangladesh/ebc6a17ca7e6

গোপালগঞ্জে একটি পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে পাঁচটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের সুশান্ত দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাড়ির মালিক সুশান্ত দাস বলেন, রাত ৮টার দিকে লন্ড্রির দোকান থেকে কাজ শেষ করে বাড়িতে ফেরেন তিনি। রাত ৯টার দিকে প্রতিমাগুলো অক্ষত দেখে তিনি ঘুমাতে যান। ভোর ৬টায় সময় মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি রাধা, কৃষ্ণ, লক্ষ্মী ও লোকনাথের প্রতিমা ভাঙচুর এবং পূজার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাশিয়ানী উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেদের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহবুবুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত মন্দিরের মালিক থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।”


https://t.me/c/2162898809/2403

ঈশ্বরের সর্বোচ্চ নাম পবিত্র ওঙ্কার প্রতীকের অবমাননা করলো বাংলাদেশের হবিগঞ্জের জঙ্গীরা। এরাই আবার জ্বালাও-পোড়াও করে সন্ত্রাসী কার্যক্রম শুরু করতো যদি তাদের স্রষ্টার নাম সম্বলিত পতাকাকে কেউ অবমাননা করতো।

একবার ভাবুন এখানে তাদের কোন ধর্মীয় বাক্য থাকলে কী অবস্থা হতো!! ভারত আর ইসরায়েলের পতাকা নিয়ে মতামত বাদ দিলাম, ওঙ্কার কি কোনো দেশের পতাকা বা চিহ্ন?  তবে এখানে কী ধর্মঅবমাননা হচ্ছে না? কোথায় সুশীলরা?  সনাতনীদের প্রকৃত দেশপ্রেমিক ও সহিষ্ণু হতে বলা অনলাইন শেয়াল পণ্ডিতরা কই?


দরজা ভেঙে ভেতরে দেখি বাবার গলা কাটা মরদেহ’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৭এএম| কালবেলা। অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায়কে (৬২) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলায় তার পরিবার নিয়ে থাকতেন।

উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় গিয়ে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা না খোলায় লক ভেঙে ভেতরে প্রবেশ করি। ভেতরে গিয়ে বাবার গলা কাটা মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বন্দর থেকে একজন গৃহকর্মী নিয়মিত বাসায় কাজ করেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বাসায় ঢুকে আবার সাড়ে ৯টার মধ্যে চলে যান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসিরউদ্দিন কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।




৯ই ফেব্রুয়ারী ২০২৫ ইং।

"আমি আমার স্বামীর গায়ের পোশাকের গন্ধ শুঁকেই বলে দিতে পারি এটি তার পোশাক। নৌকায় আমার স্বামীর পরনের লুঙ্গি, লাইট ও মোবাইল ফোন পাওয়া গেছে। তাহলে আমার স্বামী গেল কোথায়? আমার স্বামীর কোন রোগ নেই। সে একজন সুস্থ মানুষ। প্রতিদিন মাছ ধরে রাতে বাড়িতে আসে। আজ কেন ফিরে এলো না? তোমরা আমার স্বামীকে এনে দাও, তা না হলে আমিও মারা যাবো।"

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গচাপাড়া গ্রামের বিপুল মন্ডলের স্ত্রী মনি মন্ডল তার স্বামীর পরনের লুঙ্গি হাতে নিয়ে বিলাপ করতে করতে কথাগুলো বলেছেন, এই নারীর কান্না আর আহাজারি কোনভাবেই থামানো যাচ্ছেনা।


৭ই ফেব্রুয়ারী ২০২৫ ইং।

কুমিল্লা জেলার চান্দিনা, সাহাপাড়াতে একটি মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উগ্রবাদীদের হামলা করে, হিন্দুদের হত্যার স্লোগান দেয়া হয়।

আজ ৭/১/২০২৫ দুপুর দুইটার দিকে উগ্রবাদীরা চান্দিনা থানা মোড় এবং হাজী মোড় এলাকায় একত্রিত হতে থাকে। এরপর স্লোগান দিয়ে সাহাপড়ার দিকে অগ্রসর হয়। তারা অনুষ্ঠান বন্ধ করার দাবি তুলে এবং শেষপর্যন্ত সেনাবাহিনী মন্দির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।



হাটহাজারীতে সরস্বতী পূজার প্রতিমা ভা*ঙ*চুর

ও পূজায় নিবেদন করা সকল বই আ*গুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

আটক  একজন ( আজিজুর রহমান)

স্থান:নতুন সেন বাড়ি, ফটিকা,হাটহাজারী, চট্টগ্রাম।




নাটোরের লালপুরে সুকুমার সরকার নামের এক সনাতন হিন্দু সম্প্রদায়ের যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুকুমারকে জ*বা*ই করে হ*ত্যা করেছে সাম্প্রদায়িক দুষ্কৃতিকারী। নিহত সুকুমার সরকার উপজেলার গোপালপুর বাহাদিপুর গ্রামের মৃত যুগল সরকারের ছেলে।


ঢাকা দোহারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হিন্দু পরিবারকে অকথ্য নির্যাতন


৩১/০১/২০২৫

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুরে সরস্বতী প্রতিমা ভাঙ্গার সময় একজন হাতেনাতে ধরা পড়েছে।  সময়: রাত ১১:২০ ঘটিকা ৩১.০১.২০২৫ খ্রিঃ। শুক্রবার।

একই ব্যক্তি গত ৭ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ফরিদপুরের ইসকন রাধাগোবিন্দ মন্দিরে ভাঙচুরের অভিযোগে হাতেনাতে আটক হয়েছিলো। একই ব্যক্তি কিন্তু বিচারহীন।

পুজা আসলে বাংলাদেশে মুজলিম পাগলের সংখ্যা বেড়ে যায়!!!


২৫/০১/২০২৫

বাংলাদেশের সাতক্ষীরা জেলায়, আশাশুনি থানা, গ্রাম লাঙ্গলদাড়িয়া নিবাসী বাবুু নিরঞ্জন সরকার এর একমাত্র পুত্র অনিমেষ সরকারকে (সাইকেল মিস্ত্রি) হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রেখে গেছে খুনীরা।

বাঁচার জন্য বিভক্ত হবে তো কেউই বাঁচাতে পারবে না,

মরার জন্য একত্রিত হও দেখবে মৃত্যুই ভয়ে পালাবে।


২৪ জানুয়ারি ২০২৫

খুলনা শহরের অন্তর্গত শীতলা বাড়ি মন্দির প্রাঙ্গনে সন্ধ্যা ৭:৩০ মিনিটে কিছু সংখ্যক ব্যক্তি সমন্বয়ক পরিচয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে মন্দিরের ভাবমূর্তি নষ্ট তার পাশাপাশি  বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে এবং পরবর্তীতে মন্দিরের সভাপতি কে জোরপূর্বক পদত্যাগ করানোর চেষ্টা করে পদত্যাগ করতে রাজি না হওয়ায় মন্দিরের গেট ভাঙচুর করে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশের  আইনশৃঙ্খলা কর্মী সেখানে উপস্থিত হয় তার পাশাপাশি নৌ বাহিনী এবং সর্বশেষ সেনাবাহিনী ২ ঘন্টা তর্ক বিতর্কের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

====

ঘটনা - ১

টাঙ্গাইল তার‌টিয়ায় সরস্বতী প্রতিমা ভা/ ঙ ৪ুর।


ঘটনা - ২

২৪ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর সরারচর গ্রামে ১৫০ বছরেরও বে‌শি পুরাতন মনসা মন্দির পুড়িয়ে দি‌য়ে‌ছে ওরা।


ঘটনা - ৩

খুলনা নগরীর তেতুলতলার মোড়ে খু‌বির অর্নব কুমার সরকারকে শেষ ক‌রে দি‌লো ওরা।


ঘটনা - ৪

সমন্বয়ক পরিচয়ে খুলনার শীতলা বাড়ি মন্দিরে হামলাও ভাংচুর। আটক ২ জন


ঘটনা - ৫

২৫.০১.২০২৫ তা‌রি‌খে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার  লাঙ্গলদাড়িয়া গ্রামের নিরঞ্জন সরকার এর একমাত্র ছেলে অনিমেষ সরকারকে হত্যা করে ঝুলিয়ে রে‌খে‌ছে।


ঘটনা - ৬

বাদ‌্য-বাজনা আনন্দ উল্লাসের মাধ‌্যমে চল‌ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও দখল। কুতুবপুর, সখিপুর, টাঙ্গাইল


===

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত জুয়েলারি ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে হাজারীবাগ সেকশন এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেরীবাধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের ইতি জুয়েলার্স নামে স্বর্ণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই সজল মোটরসাইকেল বাসায় ফিরছিলেন। সেকশন বেরীবাধ এলাকায় আসলে দুই মোটরসাইকেলে সাত থেকে আটজন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে তার বামপায়ের হাটুতে একটি গুলি করে। পরে সজলের কাধে থাকা স্বর্নের ব্যাগটি নিয়ে যায়।

জয় রাজবংশী অভিযোগ করেন, ব্যাগে আনুমানিক ৭০ ভরি স্বর্ণ ছিল। যা ছিনতাইকারীরা নিয়ে গেছে। খবর পেয়ে আহত অবস্থায় সজলকে প্রথমে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডি পপুলার মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে ওই যুকককে আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিসা দিয়ে বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। স্বজনরা অভিযোগ করে জানান, ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে স্বর্নের ব্যাগ নিয়ে গেছে।



ব্রেকিং নিউজ‼️

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় দুইটি মন্দিরে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করেছে!

বিস্তারিত কমেন্টসে 👎



গতকাল ২০ জানুয়ারি, ২০২৫-এ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার, শানের হাটের ঘোষপুর গ্রামের মৃতঃ ধরনী কান্ত বর্মনের ছেলেদের অনুপস্থিতিতে বিম্পি-জামাতের জঙ্গি সন্ত্রাসীরা তাদের জমিজমা এভাবেই জবর দখল করে নেয়। থানায় মামলা দিতে গেলে থানার ওসি'ও মামলা নিতে অস্বীকৃতি জানায়।

সংখ্যালঘু নির্যাতন দিন দিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে।

ইসলাম কি আসলেই ষাঁন্তির ধর্ম নাকি জবরদখলের ধর্ম???


২০ জানুয়ারি ২০২৫

অপহরণের  ৫ দিন পর ৮ম শ্রেণীর ছাত্র

অনয় চন্দ্র  মোদকের লাশ আজ (২০ জানুয়ারি, ২০২৫) আড়িয়াল খাঁ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

অনয় চন্দ্র মোদক নরসিংদী জেলার বেলাব উপজেলার বেলাব মাটিয়াল পাড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে। সে বেলাব পাইলট সরকারি মর্ডান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র, বয়স মাত্র ১৩ বছর।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনয় চন্দ্র মোদক বাড়ি থেকে শিক্ষা উপকরণ কিনতে বেলাব বাজারে যায়। সেখান থেকে সে নিখোঁজ হয়। তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি।

এ ঘটনায় ওই দিন রাতেই বেলাব থানায় সাধারণ ডায়রি করে তার পরিবার, যা পরবর্তীতে মামলায় রূপান্তর হয়।নিখোঁজের পর অজ্ঞাত নাম্বার থেকে তাকে অপহরণ করা হয়েছে দাবি করে, এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তাদের কথামত

মুক্তিপণ হিসাবে পরিবারের পক্ষ থেকে একলক্ষ টাকাও দেওয়া হয়। কিন্তু মুক্তিপণ দিয়েও অনয়কে জীবিত পেলোনা পরিবার।



১০ জানুয়ারি ২০২৫

নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক ৭০ বছর বয়সী দিলীপ কুমার রায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উনার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্নও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাসহ প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি একটি হ*ত্যা*কা*ণ্ড।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, নিহত দিলীপ কুমার রায়ের স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় বাসায় একা ছিলেন। আজ সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভিতরে ঢুকে সেখানেও গ্রিলে তালা ঝুলতে দেখতে পান। এ অবস্থায় তিনি ও স্থানীয়রা তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে তাঁর স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।।




লালমনিরহাটে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণের মুকুট চুরি

10th January, 2025 6:36 pm

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ভবতারিণী কালী মন্দিরের দরজা ভেঙে অষ্টধাতুর একটি প্রতিমা, স্বর্ণের মুকুট ও তিনটি চেইন চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। আজ শুক্রবার মন্দিরের সাধারণ সম্পাদক অরুন কুমার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

https://jamuna.tv/news/587514




বিএনপির উসকানিতে ইসকন সদস্য মানব দাস ব্রক্ষ্মচারী ও তার মায়ের উপর হামলা

স্থান : শিবচর থানা

সময় : ৭ জানুয়ারি ২০২৫

সকাল ৮ টা




৬ জানুয়ারি ২০২৪

বাউফল এর ব্যবসায়ী শিবু বণিককে অপহরণকারী

৫ সদস্য।

১। মাসুদ শরীফ, বালিগোনা, ঝালকাঠী।

২। জহির প্যাদা, বড় ডালিমা, নাজিরপুর, বাউফল

৩। বিধান, বড় ডালিমা, নাজিরপুর, বাউফল

৪।মিরাজ, বড় ডালিমা, নাজিরপুর, বাউফল।

৫। মাহফুজ, দক্ষিণ আইচা, ভোলা।


৩ জানুয়ারি ২০২৪

পটুয়াখালী জেলার কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককের দোকান থেকে ৫ লক্ষাথিক টাকা ডাকাতি করে শিবু বনিককে অপহরন করে তেঁতুলিয়া নদী পথে নিয়ে যায়।

বাঘারপাড়ায় শুক্রবার দিবাগত রাতে ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে পশুপতি  ও বিশ্বনাথ  দেবনাথের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি।


০১ জানুয়ারি ২০২৫

সকাল সাড়ে ৭টা। মৌলভীবাজার জেলা,বড়লেখা উপজেলার পৌর শহর  ঐতিহ্যবাহী আদিত্যের মহাল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা আশ্রম ভাংচুর,লুটপাট ও সেবায়েত এর উপর হামলার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন!


রাত ৮টা

কিছুক্ষন আগে চট্টগ্রাম কাটগড় ২ নাম্বার গলি থেকে প্রান্ত তালুকদার নামে এক হিন্দু যুবককে আল্লাহ আকবর স্লোগান দিয়ে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা!


স্থানীয় একজন পরিচিত ব্যাক্তি জানিয়েছেন:

চাকরির সুবাধে আমি কাটগড় ২ নং গলিতে  তাদের পাশের বাসায় থাকি। কিছুক্ষণ আগে কয়েকজন লোক ওদের বাসায় এসে ওর মাকে নাকি জিজ্ঞেস করে আন্টি বন্ধু প্রান্ত কি বাসায় আছে? তখন সে (প্রান্ত) চাকরিতে (নাইট ডিউটি) যাওয়ার জন্য তৈরি হচ্ছিল৷ সেই সুযোগে তাকে বাসা থেকে বের করে ১টি টমটম গাড়ি করে তুলে মুখ বন্ধ করে মেরে মেরে সাথে আরও ২০/৫০ জন লোকে তুলে নিয়ে গেছে। খবর শুনে যখন আমরা ওর খুঁজে বাসা থেকেবের হয় তখন ওই এলাকার লোকজনের থেকে এসব খবর পাই। কিন্তু কোন কারণে নিয়ে গেছে সেটা আমি জানি না। বর্তমানে তার কোন খোঁজ আমরা এখনো পাইনি। কেমন আছে? আদৌও কি বাচিয়ে রেখেছে কিনা ঈশ্বর জানেন?? কেউ থাকলে ওর খোঁজ নিন🙏

https://www.prothomalo.com/bangladesh/qwwdhwda1y?utm_source=facebook&utm_medium=social&utm_campaign&utm_content=ap_bnz6c4khgg


প্রান্ত এর ফেবু আইডি

https://www.facebook.com/prantotalukdar.jibon.1



৩০ ডিসেম্বর ২০২৪

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬ং ফরিদপুর ইউনিয়নের  বিনয় চন্দ্রের বাড়িতে ৫ই আগস্ট হামলা ও লুটপাট চালায় একদল সন্ত্রাসী। ভুক্তভোগী হিসেবে তিনি এই ঘটনায় মামলা দায়ের করেন। এই মামলা প্রত্যাহার না করায় গতকাল তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।।

#SaveBangladeshiHindus



খবর: ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অপরাধে আসামী শ্রী বিষাদু চন্দ্র দাস (২৭), পিতা-চিনিরাম দাস, মাতা-জয়মালা রানী, সাং-বালাকান্দি দাসপাড়া, থানা রাজারহাট, জেলা কুড়িগ্রামকে অদ্য ৩০/১২/২০২৪ তারিখ রাজারহাট থানা পুলিশের গ্রেফতার করে এবং অপরাধীকে ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

প্রশ্ন: আমার জানামতে তিনি গতকাল আত্মসমর্পণ করেছেন। অথচ পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে। ফেসবুকের যে পোষ্ট নিয়ে কথা হচ্ছে সেটা তার নিজের পোষ্ট'ও নয়। অন্যের একটা পোস্ট শেয়ার দিয়েছেন মাত্র। ওনার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। এনার গ্রেফতারের দাবি নিয়ে ঐ এলাকায় আন্দোলন ও হয়েছে। অথচ মুল যে পোস্ট করেছে তার নাম ইমাম হুসেন, তার ব্যাপারে সবাই চুপ কেনো??


রবিবার (২৯ ডিসেম্বর, ২০২৪ ) 

কুশল বরণ চক্রবর্তী এর বয়ান:

দুপুর ৩ টায় চট্টগ্রাম পিটিআই ভবনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সম্প্রীতি সমাবেশে জেলা প্রশাসনের আমন্ত্রণে পাঁচজন সাধুদের নিয়ে যোগদানের সময়  সরকারি সংস্থার কর্মকর্তা পরিচয়ে অনুষ্ঠানস্থল থেকে ফিরিয়ে দেওয়া হয়।  প্রশাসনের কিছু ব্যক্তির আচরণ আমাদের হতভম্ব করেছে। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের নেতৃবৃন্দ বা প্রশাসনের ব্যক্তিবর্গ মুখে অনেক সাম্যের কথা বললেও, তারা যে কী দৃষ্টিতে আমাদের দেখেন আজকের ঘটনা তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো! এভাবে নিমন্ত্রণ করে নিমন্ত্রিত অতিথিদের অপমান করা কখনোই কাম্য নয়।  আমরা তাদের কাছে এমন আচরণ কখনোই আশা করিনি।  আমরা আশা করবো এ ঘটনার সাথে সংযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।



২৯ ডিসেম্বর ২০২৪

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬ং ফরিদপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী  বিনয় চন্দ্রের বাড়িতে ৫ই আগস্ট হামলা ও লুটপাট চালায় একদল সন্ত্রাসী। ভুক্তভোগী হিসেবে তিনি এই ঘটনায় মামলা দায়ের করেন। এই মামলা প্রত্যাহার বা তুলে নেওয়ার জন্য উনাকে চাপ প্রয়োগ এবং হুমকি ধামকি দেওয়া সত্ত্বেও বিনয় চন্দ্র মামলা প্রত্যাহার না করাতে হুমকিদাতা সন্ত্রাসীরা গতকাল ২৮/১২/২০২৪ ইং ভোর ৫.৩০ মিনিটে ধা*রা*লো অ*স্ত্র দিয়ে তাঁকে কু*পি*য়ে হ*ত্যা*র চেষ্টা চালায়, এই হা*ম*লা*য় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি, ডাক্তার বলেছেন উনার অবস্থা আশঙ্কাজনক।




২৯ ডিসেম্বর ২০২৪

মোঃ বকুল সরকার ও শিখা বেগমের নেতৃত্বে ঢাকার জেলার কেরানীগঞ্জের পাখালিয়া পাড়া, শুভড্যয় শ্রী শ্রী রক্ষা কালি মন্দির ও রাধা গোবিন্দ মন্দির দখলের অভিযোগ উঠেছে...

আজ ২৯-১২-২৪ তা‌রিখ বিকাল ৪ টার ঘটনা।


পোস্ট লিংকঃ-👇


https://x.com/sbhpage/status/1873404418143723725?s=46


২৮শে ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে মলয় মালাকারের বাড়িতে হামলা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণটুক এলাকায় মলয় মালাকারের বাড়িতে হামলা, মূল্যবান আসবাবপত্র সহ মোবাইল ফোন এবং কম্পিউটার ভাঙচুর, স্বর্ণালংকার লুট, পরিবারের সদস্যদের মারধর, নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। স্থানীয় ফয়েজ মিয়া, সাকিব মিয়া, মাহফুজ মিয়াকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।


শ্রীমঙ্গলে দলবেঁধে ভিন্ন ধর্মাবলম্বী এক নিরীহ পরিবারে হামলার অভিযোগ

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নে গত শুক্রবার ২৭ ডিসেম্বর মাগরিবের সময় মন্দির গাও গ্রামের দক্ষিণ টুক এলাকার মলয় কুমার মালাকার নামে এক নিরীহ সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে, এ ব্যাপারে তিনি শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ করেছেন বলে জানিয়েছেন এবং ঘটনাস্থল শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম পরিদর্শন করেছেন।


সরেজমিনে এলাকায় গেলে তিনি অভিযোগ করে বলেন, ২৫ -৩০জনের একটি আক্রমণকারী দল তার বাড়িতে আক্রমণ করে স্ত্রী, যুবতী মেয়ে সহ ২ সন্তান কে মারধোর ও হেনস্তা করে এবং ঘরে প্রবেশ করে ভাংচুর এবং লুটপাট করেছে আক্রমণকারীরা।


তিনি (মলয় মালাকার) এবং তার স্ত্রী জানান, তাদের চতুর্থ সন্তান সুজিত মালাকার (অষ্টম শ্রেণীর ছাত্র) পার্শ্ববর্তী খেলার মাঠে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে যায় এবং এলাকার মধ্যে সে একজন ভালো খেলোয়ার হিসেবে থাকে সবাই আমার ছেলেকে জানে। তার ফুটবলের একটি সট মাফুজের মুখে গিয়ে পড়লে সে ব্যথা পেয়েছে বলে শুনেছি। এই ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার কিছু ছেলে সুজিত মালাকারকে বিভিন্ন ভাষায় গালি দেয় এবং, মারধোর করে আহত করে তার কাপড়চোপড় ছিড়ে ফেলে, পরবর্তীতে লজ্জা এবং ভয়ে ছিড়া কাপড় নিয়েই অর্ধউ*ল*ঙ্গ অবস্থায় সে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে ঘরে লুকিয়ে পড়ে।

তিনি আরো বলেন, এ সময় আমি বাসায় ছিলাম না তবে আমি আমার স্ত্রী সন্তান ও এলাকাবাসীর কাছ থেকে শুনেছি আমার ছেলে সুজিত মালাকার কে মারপিট করার উদ্দেশ্যে ২৫-৩০ জনের একটি দল আমার বাড়িতে হামলা চালিয়ে আমার মেয়ে (ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র) স্ত্রী ও বড় ছেলে (ইন্টার কমপ্লিট) সন্তানদেরকে মেরে আহত করে তারা সবাই আমার ছেলেকে বের করে দিতে বললে তাদের হাতে এবং যাওয়ার সময় আমাদেরকে এখানে থাকতে দেবে না বলেও হুমকি দিয়ে যায়, যা রেকর্ড থেকে সুস্পষ্ট শোনতে পারবেন।

এ সময় অভিযোগকারী মলয় মালাকার মোবাইল ভাঙচুর ও ঘরের মালামাল লুটপাটের অভিযোগও করেন।


সরেজমিন ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতিতে স্থানীয় অন্যান্য হিন্দু ধর্মাবলম্বী লোকজন উপস্থিত থাকলেও সাংবাদিকদের সাথে তারা ভয়ে কোন কথা বলেনি। এ সময় দুইজন মুসলিম এলাকাবাসী তারা সাক্ষ্য দেয় যে, এ ঘটনা সত্য এবং তারা এখানে আক্রমণ করেছে পরবর্তীতে আমরা যখন রুখে দাঁড়িয়েছি তখন তারা এখান থেকে চলে গেছে।

এদিকে আহতদের একজন দাবি করেছেন আমারে একটা স্ট্যাটাসের সূত্র ধরে হামলাকারীরা ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক ও হুমকিমূলক স্ট্যাটাস দিচ্ছে।

এ বিষয়ে স্থানীয় মুরুব্বি মোস্তফা মিয়ার সাথে কথা হলে তিনি হামলার ঘটনা স্বীকার করেন।

এ ব্যাপারে সিন্ধুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসির আরাফাত রবিন এর সাথে যোগাযোগ করলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জুন্নুন আহমদের সাথে কথা হলে তিনি জানান বিষয়টি আমি শুনেছি খুবই দুঃখজনক, আমরা হিন্দু মুসলিম সব সময় একসাথে মিলে মিশে থাকি। এমন ঘটনা কখনো ঘটেনি তবে ঘটনাটি শোনার পর আমি শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি, স্থানীয় সকল মুরব্বিদের কে নিয়ে সোমবার সকাল দশটায় একটি বিচারের ব্যবস্থা হয়েছে, আশা করি সকলের সহযোগিতায় শেষ করতে পারবো।


এ ব্যাপারে প্রতিপক্ষ হামিদ মোল্লার সাথে কথা হলে তিনি ঘটনাটি যেভাবে প্রচার করা হচ্ছে সেভাবে ঘটেনি বলে দাবি করেছেন। তিনি বলেন খেলা থেকে সমস্যার সৃষ্টি, আমার নাতি ব্যথা পেয়েছে সেখান থেকে তাকে হসপিটালে পাঠানো হয়েছে ।এ সময় তারা জিজ্ঞাসা করতে তাদের বাড়িতে গিয়েছিল এটাকে তারা অন্য ভাবে সাজিয়ে দিয়েছে। হিন্দু মুসলিম হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, মূলত আমি অসুস্থ স্ট্রোকের রোগী মানুষ । আমি বাড়িতে ছিলাম না থাকলে হয়তো এমনটা হতো না,আমাদের এলাকায় হিন্দু মুসলিম হিসেবে কোন ভেদাভেদ নেই, আমরা সব সময় মিলেমিশে কাজ করি, আমাদের মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে তবে ঘটনাটিকে অন্যভাবে সাজানো হয়েছে এবং বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে এটা ঠিক না……।

আগামীকালকে সমস্যার সমাধানের জন্য স্থানীয় মাওলানা সাহেব এবং মেম্বার সাহেব শেষ করার চেষ্টা করতেছে কালকে দশটায় বিচার হবে, এলাকায় খবর নিয়ে দেখেন আমরা কখনো মারামারির সাথে জড়িত না।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান “এমন একটি অভিযোগ আমাদের কাছে এসেছে আমরা তদন্ত করছি এবং আমি নিজেও এসআই সজীব চৌধুরীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,এ ব্যাপারে খুব দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://dainiksarabangla.com/news/28539/


২৬ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের  নিতাই ভৌমিক এবং ওনার স্ত্রীকে গত দিন ২৬ /১২/২০২৪ ইং তারিখে রাত্র ৮ টা ১৫ মিনিটের সময় একই গ্রামের একদল  অন্য ধর্মালম্বী ছুরি দিয়ে এবং লাঠি দিয়ে হত্যা ও ধনসম্পদ লুট করার উদ্দ্যেশ্যে আক্রমন  করে।  মোঃ ইউসুফ স্বর্ণকার এর ছেলে মোঃ টিটু স্বর্ণকার এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী এই আক্রমণ করে।

স্থানীয় বিএনপি নেতারা সালিসের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।


২৭ ডিসেম্বর ২০২৪

নড়াইলে হিন্দু ধর্মাবলম্বী  নারী ইউপি সদস্য বাসনা মল্লিক (৪৬)  কে ধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের ছেলের দাবি, ধর্ষণের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। একইসঙ্গে দিয়েছিল হুমকি-ধমকিও। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

নিহতের ছেলে ও স্বজনরা দাবি করেন, নড়াইল সদরের একটি ইউনিয়নের সংরক্ষিত নির্বাচিত সদস্য ছিলেন তিনি। গত বুধবার বিকালে টিসিবির মালামাল দিয়ে বাড়ি ফেরার পথে রাজিবুল নামে একজন তাকে ফোন দিয়ে পাওনা টাকা নিতে ডাকে। সেখানে যাওয়ার পর উসমান মিয়া ও রাজিবুলসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। পরে তারা দুই লাখ দাবি করে। তিনি লোকজনকে জানাবে বললে হুমকি-ধমকি এবং মুখে বিষ ঢেলে দেয়। বাড়ি ফিরে তিনি ভয়ে কাউকে কিছু বলেননি। অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ছেলের কাছে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। এরপর ময়নাতদন্ত শেষে বিকালে চারটার দিকে তার লাশ নিয়ে যান স্বজনরা।

সময় টিভি নিউজ

https://www.somoynews.tv/news/2024-12-27/UZ8YNwv6

https://www.somoynews.tv/news/2024-12-29/zQwUC5Oy

রিপোর্টার সজিবকে খুনের উদ্দেশ্যে ছুরিকাহত

https://www.somoynews.tv/news/2024-12-30/Qt69G3ZG


চট্টগ্রাম হাটহাজারী  কুয়াইশ সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার বড়ুয়া কে মারধোর করে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। এই জঘন্য ক্রিয়ায় উস্কানিদাতা হলো স্থানীয় যুবদল নেতা সন্ত্রাসী আকবর আলী ও ডায়মন্ড।



২১ ডিসেম্বর ২০২৪

নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট, সেবায়েতকে হত্যা

বাপ্পী লাহিড়ী, নাটোর

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পিএম, ইনডিপেনডেন্ট টেলিভিশন

নাটোর সদর উপজেলার বড়হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে ডাকাতির ঘটনা ঘটেছে। সেখানকার সেবায়েত তরুণ চন্দ্র দাসকেও হত্যা করা হয়েছে। লুটপাট করা হয়েছে মন্দিরে। গতকাল ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

নিহত তরুণ চন্দ্র দাস (৫৫) নাটোর শহরের আলাইপুর ধোপাপাড়া মহল্লার মৃত কালিপদ দাসের ছেলে। তিনি প্রায় দুই যুগ ধরে মহাশ্মশান মন্দিরেই থাকতেন।


২০ ডিসেম্বর ২০২৪

স্থান: বন্দেরপাড়া,শাকুয়াই, হালুয়াঘাট।

দুই দিনের মধ্যে হালুয়াঘাটের বন্দেরপাড়ার হরিবাসরের ৫ দিনব্যাপী কীর্তন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, সকল আয়োজন করা হয়েছে। আজ হিংসাপ্রিয় লোকেরা মূর্তি ভেঙ্গে আমাদের জানিয়ে দিচ্ছে, আমরা নিরাপদ নই।


১৬ ডিসেম্বর ২০২৪

আজ রাত সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা এলাকায় মৃত রবীন্দ্রনাথ বর্মনের ছেলে সুশান্ত বর্মনের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয় এবং কয়েকটি খড়ের ঘরেও আগুন দেয়।

তারিখঃ- ১৬-১২-২৪ইং

পোস্ট লিংকঃ--👇

https://x.com/sbhpage/status/1868706952349728823?s=46


১২/১২/২০২৪ইং তারিখে রাত ২ টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর চৌধুরী বাড়ির বাবু দেব দাদার বাড়িতে সপরিবারে হত্যার উদ্দেশ্য  ঘরের বাহির থেকে দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে ঘর আগুন দিয়েছে দুর্বৃত্তরা । কোন কিছু বের করা সম্ভব হয় নাই। একটু একটু করে জমানো স্বপ্নের সংসার নিমিষেই  জ্বলে ছাই হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে ওরা বের হয়েছে ঘরের ভেড়া ভেঙে। এর শেষ কোথায়???

বিচারহীনতার সংস্কৃতির কারনে এমন ঘটনা বারবার ঘটে চলেছে।

তাদের সাহায্যে করতে সবাই এগিয়ে আসুন।


জামালপুর জেলার আওতাধীন সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন এর মহাশ্মশানে গত রাতে (১২ ডিসেম্বর ২০২৪) ভা'ঙচু'র করেছে। মা কালীর প্রতিমা ভেঙ্গেছে।

তথ্য:- Joy Kumar Sutra Dhar (স্থানীয়)


২৯৬ হামলা বিশ্লেষণ

সাম্প্রদায়িক সহিংসতার সত্যতা ১৩৫টিতে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ০৭:০২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ১১:২৮



https://samakal.com/bangladesh/article/269971/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A7%A7%E0%A7%A9%E0%A7%AB%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87



১২ ডিসেম্বর ২০২৪

আজ চিন্ময় প্রভুর শুনানি করার জন্য  আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আদালত তার আবেদনে চিন্ময় প্রভুর স্বাক্ষর থাকায় গ্রহণ করেছেন। সেই সাথে বলেছেন, চট্টগ্রাম বার এসোসিয়েশনের যেকোনো একজন আইনজীবীর ওকালতনামা জমা দিতে পারলে শুনানি হবে। সেই জন্য চট্টগ্রাম বারের একজন সদস্য ওকালতনামা জমা দিতে চট্টগ্রাম আদালতে গেলে তাকে ঘিরে রেখেছে জামাত-বিএনপির আইনজীবীরা। তাকে ওকালতনামা জমা দিতে দেয় নাই।


১১ ডিসেম্বর ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ঢাকা থেকে রবীন্দ্র ঘোষ চট্টগ্রাম গিয়েছিলেন শ্রী চিম্ময় প্রভুর শুনানি এগিয়ে আনার আবেদন নিয়ে। কিন্তু চট্টগ্রাম কোর্টের উকিল নামধারী কিছু সন্ত্রাসী তার উপর শারিরীক আক্রমণ চালায় কোর্টের মধ্যে, বিচারকের সামনে।



১০ ডিসেম্বর ২০২৪

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বরিশালের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন জিআরও এএসআই মুনসুর আহমেদ।

দুই আসামি হলেন-বরিশালের উজিরপুর উপজেলার সাতলা আলমদি এলাকার বাসিন্দা প্রয়াত নবকান্ত রায়ের ছেলে নিত্যানন্দ রায় (৩৬) ও আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ বড় মগড়া এলাকার বাসিন্দা ভক্তিরঞ্জন পান্ডের ছেলে দিলিপ পান্ডে (৩৩)।

আগৈলঝাড়া থানার জিআরও এএসআই মুনসুর আহমেদ বলেন, গত ৬ ডিসেম্বর আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের নির্মাণাধীন ম্যাটস ভবনের সামনে থেকে দুইজনকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা।


https://www.banglanews24.com/law-court/news/bd/1438372.details




৮ ডিসেম্বর ২০২৪

চিন্ময় প্রভুর নামে হেফাজতের এক কর্মী মামলা করেছে!!

আজ রোববার ৮ ডিসেম্বর ২০২৪ দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যবসায়ী।


বাদীর আইনজীবী ইরফানুল হক আজ দুপুরে প্রথম আলোকে বলেন, মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনকে আসামি করে এবং অজ্ঞাতপরিচয়ের ৫০০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

ইরফানুল হক আরও বলেন, আসামিদের ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে আসামি করা হয়েছে।


https://www.prothomalo.com/bangladesh/district/20qg5q4xuw



৭ ডিসেম্বর ২০২৪

Islamist terrorist students forced Dr. Anupam Sen to resign. He was the Vice Chancellor of ‘Premier University’, Chittagong.

By this incident islamist terrorists take over the Premier University. Now, jehadi will be cultivated here by which Hindus will be swiped out.


In Rangpur Hindu peoples who were involved in Sanatan Jagron Manch and the historical meeting of Chimoy Das provu, they have been targeted and false cases have been suited against them.




৩ ডিসেম্বর ২০২৪

চিম্ময় প্রভুর জামিনের জন্য কোনো আইনজীবীকে কোর্টে দাড়াতে দেয়নি বিএনপি, জামায়াতের আইনজীবীরা।  প্রকাশ্য তারা ঘোষণা দিয়েছে চিম্ময় প্রভুর পক্ষে কোনো আইনজীবী দাড়ালে তাকে গণপিটুনি দেয়া হবে। এই বক্তব্যের ভিডিও আছে। পরবর্তী শুনানির তারিখ জানুয়ারি ২ তারিখ।


০১ ডিসেম্বর ২০২৪

রুদ্রপ্রতি কেশব দাস এবং

রঙ্গনাথ শ্যামসুন্দর দাস গ্রেফতার।  চিম্ময় প্রভুকে খাবার দিতে গেলে গ্রেফতার করা হয়।


চট্টগ্রামে আজ একটা মামলা হয়েছে- যে মামলায় আসামী ১১৬ জন। এরমধ্যে ১০৩ জন হিন্দু যারমধ্যে আবার ই৭০ জন আইনজীবি। অর্থাৎ কোন সনাতনী আর চট্টগ্রামের আদালতে যেতে পারবেন না।


৩০ নভেম্বর ২০২৪

হাসনাত বললো, ৫ আগস্টের পর নাকি বাংলাদেশ কোন মন্দিরে হামলা হয় নাই!


পুলিশ প্রহরায় চিকিৎসাধীন থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলা করেছে হিজবুতিরা।


https://www.facebook.com/Sushanta.D.Gupta


২৯ নভেম্বর ২০১৪

১.পাথরঘাটা শান্তেশ্বরী মাতৃ মন্দির হামলা

২.পাথরঘাটা জগদ্বন্ধু আশ্রম হামলা

৩.হবিগঞ্জ ইসকন মন্দির হামলা

৪.ভৈরব ইসকন মন্দির, কিশোরগঞ্জ হামলা

৫. আদিনাথ ব্রহ্মচারী গ্রেফতার ৷

৬.রঙ্গনাথ দাস গ্রেফতার ৷



আপডেট-১

হবিগঞ্জে সনাতনীদের রক্তাক্ত ও দোকান লুটপাট চলছে।

মিজান নামের এক যুবক হবিগঞ্জ, কালীগাছ তলায় তার দলবল নিয়ে হিন্দু দোকানে হামলা চালাচ্ছে এবং সনাতনীদের রক্তাক্ত করে দিয়েছে।

আপডেট-২

মৌলভীবাজার মদন মোহন জিউর আখড়াতে আজ এক ব্যক্তি হামলা করতে এসে হাতেনাতে আটক।

আপডেট-৩

চট্টগ্রামে আন্দরকিল্লা মসজিদ থেকে রঙ্গমহলে ডুকেছে একদল সন্ত্রাসী।

আপডেট-৪

চট্টগ্রামে, কোতোয়ালি এলাকায়, কোরবানিগঞ্জ-

বক্সিরহাট পূজা উদযাপন পরিষদের যে জায়গায় পূজা করা হতো, আজকে বিএনপি জামাতের লোকেরা ওই জায়গাটি দখল করে নিলো।

আপডেট-৫

চট্রগ্রামের জামিয়াতুল ফালা মসজিদে থেকে মিছিল বের হইছে।

আপডেট-৬

ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট-৭

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট-৮

বান্ডেল রোড, পাথরঘাটা। ইস্কনের বিরুদ্ধে মিছিল। হামলা।

আপডেট-১০

চট্রগ্রাম নগরীর পাথরঘাটায় অবস্থিত শান্তনেশ্বরী মন্দির এবং জগৎবন্ধু আশ্রমে হামলা।

আপডেট-১১

হবিগঞ্জে ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট-১৩

পাথরঘাটাস্হ রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃ মন্দিরের উপর হামলাসহ ও অত্র এলাকায় বসবাসরত সনাতনী সম্প্রদায়ের উপর নামাযের পর  জঙ্গিগোষ্টী কতৃক আক্রমণসহ সনাতনী সম্প্রদায়ের উপর হামলা করা হয়।

আপডেট-১৪

টাইগারপাস, চট্রগ্রাম।

আপডেট-১৫

লক্ষীপুর।  ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট-১৬

বাগেরহাট জেলার মোংলা উপজেলা। ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট-১৭

চট্রগ্রাম ষোলক বহর এ ব্লক, আজকের। ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট-১৮

ভুলতা গাউছিয়া,রুপগঞ্জ, নারায়ণগঞ্জ ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট-১৯

নরসিংদী ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট-২০

চট্টগ্রাম জেলার বারইয়ারহাট বাজার। ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট-২১

মংলায় ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট-২২

ইতোমধ্যে ঠাকুরগাওতে। সাম্প্রদায়িক মোল্লাদের আক্রমনে আক্রান্ত।

আপডেট-২৩

কুমিল্লা। ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট-২৪

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা। ইস্কনের বিরুদ্ধে মিছিল।

আপডেট ২৫

নারায়নগঞ্জের রুপগন্জে, ৩ জন ভিডিও বার্তায় বলেছে ইস্কনদের জবাই করবে।

আপডেট-২৬

ভিডিওগুলো বাংলাদেশে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটার হিন্দু অধ্যুষিত এলাকায় শুক্রবার ( ২৯ নভেম্বর' ২০২৪) বেলা আনুমানিক দুইটার দিকে উগ্রবাদীরা হামলা করেছে।

আপডেট-২৭

গতকাল ২ জন সাধারণ ভক্ত চিন্ময় প্রভুকে ঔষধ এবং প্রসাদ পৌঁছে দিতে গিয়ে মিথ্যা মামলায় কোতোয়ালি থানায় এরেস্ট হয়েছেন।

ড. রায়হান রশিদ জাতিসংঘের সংখ্যালঘু অধিকার বিষয়ক ফোরামের ১৭তম বৈঠকে বাংলাদেশি সংখ্যালঘুদের দুর্দশা সম্পর্কে জাতিসংঘকে ব্রিফ করছেন।

আপডেট ২৮

দিরাই, সুনামগঞ্জ। মিছিলে বলা হয়েছে ইস্কনদের জবাই কর।

আপডেট-২৯

চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে একজন নিরিহ হিন্দু ছেলে বিশ্বজিৎ দাসকে ইসকন সমথর্নকারী ট্যাগ দিয়ে হামলা করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় জামাত শিবিরের কর্মীরা।

আপডেট-৩০

ভৈরব ইসকন মন্দিরে হামলা, ভাঙ্গচুর।  কিশোরগঞ্জ।

আপডেট ৩১

মেহেরপুরের চাঁদবিল মায়ের দান শান্তি আশ্রমে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হামলা।


এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার আব্দুল ও’রকম নয় (লাভ জিহাদ)

সন্দেহজনক উপায়ে সনাতনী ছেলে বা মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তর করা, পরবর্তীতে বিয়ে করাকে লাভ জিহাদ বলে। আমাদের কাছে যেসব তথ্য আছে তাতে আমরা জেনেছি, রীতিমতো বৈদেশিক পয়সা আসে এই জেহাদি কাজের জন্য। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী অংকন বিশ্বাস এর অকাল মৃত্যুতে এই বিষয়টি প্রবলভাবে সামনে এসেছে। একটি মধ্যবিত্ত শিক্ষিত হিন্দু পরিবারে বেড়ে ওঠা একটি ছেলে এবং একটি মেয়ের মনোজগতের মধ্যে হাজার মাইলের তফাৎ আছে। একটি ছেলে বোধ হবার পরই সে উপলব্ধি করে সে যতটুকু মানুষ তার অধিক সে হিন্দু। উঠতে বসতে ঘরে বাইরে সর্বত্র তার চারপাশের মানুষ তাকে বুঝিয়ে দেয় সে হিন্দু এবং একজন দ্বিতীয় শ্রেণির মানুষ। ওই একই পরিবারের একটি মেয়ের জীবন হয় ঠিক উল্টো। উঠতে বসতে চারপাশের মানুষ তাকে বুঝিয়ে দেয় সে হিন্দু এবং একারণেই সে অধিক আদরণীয়। বাবা মা মেয়ের প্রতি বিশেষ নজর দেয়। এই বিশেষ নজর রাখা ২ রকমের হয়। অধিক শাসনে রাখা, বাবা-মা এর সাথে মানসিক দুরত্ব সৃষ্টি হয়। আরেক রকম হচ্ছে মেয়ে যা বলে তাতেই সায় দেয়া। মেয়ে উচ্ছন্নে গেলেও আধুনিক হিন্দু বাবা-মা তাতে তাল দেন। অন্যদিকে বাইরের দুনিয়ায় সে একেবারে রাজেন্দ্রাণির মত...

যুক্তিফাঁদে ফড়িং - চমক হাসান

ডিসক্লেইমারঃ চমক হাসানের লেখা অসাধারণ একটা বই এটি। খুব সহজভাবে যুক্তি, ভ্রান্তি নিয়ে লেখা যা প্রতিটি হিন্দু তথা সকল মুক্তবুদ্ধির মানুষের জন্য অবশ্যপাঠ্য। এখানে এই বইটি উম্মুক্ত করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে।  চারিদিকে সাম্প্রদায়িক শক্তির হুংকার দেখা যাচ্ছে। তারা তাদের বিষাক্ত নখ, দাঁত দিয়ে বাংলাদেশকে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করছে। এই সাম্প্রদায়িক শক্তি যেসব অস্ত্র দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তার একটি বড় অস্ত্র হলো এই ভ্রান্তি'র ব্যবহার। ইংরেজিতে যাকে ফ্যালাসি বলে। এটা পড়লে মোটা দাগে কোনটা সুযুক্তি আর কোনটা কুযুক্তি সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন।  [চমক হাসান ভাই যদি কোনোদিন এই সাইট দেখেন, আপনার ঔদার্যের গুণে ক্ষমা করবেন।] গল্প শুরুর আগে ভ্রান্তি চারিদিকে আন্তনগর মধুমতী এক্সপ্রেস ট্রেনের ভেতরে বসে আছে হাসিব, গন্তব্য 'খোকসা'। ঢাকা থেকে বাসে করে আসা যেত, তাতে সময় অনেক কম লাগত। তবু সে ট্রেনেই আসবে ঠিক করেছিল। ট্রেনে চড়লে নাকি একটা আয়েশি ভাব আসে ওর, ট্রেনের ছন্দ আর দুলুনিতে মনটা খুশি খুশি লাগে। তা ছাড়া স্টেশনে স্টেশনে মানুষের ওঠানামা দেখতে ভালো লাগে। আর...

মুক্তিযুদ্ধে হিন্দুদের আত্মত্যাগ

কয়েকজন বোধহীন বুদ্ধিমান রাজনৈতিক নেতাদের অবিমৃষ্যতার কারণে ১৯৪৭ সালে ভারত ভেঙ্গে পাকিস্তান হলো। দেশ ভাগ হবার আগ-পর যেসব হিন্দু ব্যক্তিবর্গ পাকিস্তান অংশে ছিলেন তাদের বড় একটা অংশ সহায় সম্পত্তি ফেলে পশ্চিম বাংলায় চলে গেলেন। ধীরেন্দ্রনাথ দত্তের মতো কিছু ব্যক্তি পূর্বপুরুষের ভুমি আঁকড়ে ধরে মাতৃভূমির মানুষদের সাথে নিয়ে বাঁচতে চাইলেন। আবার অন্যদিকে যোগেন মণ্ডলের মতো নেতারা উচ্চবর্ণের হিন্দুর থেকে মুসলিমরা শ্রেয় এই মূঢ় তত্ত্বে বিশ্বাস করে জিন্নাহ’র সাথে গাট বাঁধলেন। আদতে ভারতবর্ষের হিন্দুরা কখনো একতাবদ্ধ ছিলো না- যার কারণে ইরান, তুরান, মোগল, মঙ্গোল, সাত সাগরের পার থেকে বিভিন্ন হানাদাররা এসেছে আর এদেশ শাসন করেছে। ইংরেজরা যখন এদেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে তখনো সনাতনীদের কোনো একক দল গড়ে ওঠেনি, নিজেদের মধ্যে কোনো ঐক্য নেই। সেসময় মুসলিমরা মোটা দাগে সবাই মুসলিমলীগের সাথে থাকলেও হিন্দুদের তেমন কোনো গ্রহনযোগ্য দল ছিলো না। হিন্দুদের কেও বাম, কেও কংগ্রেস ইত্যাদি রাজনৈতিক দলে বিভক্ত ছিলো। ১১ আগষ্ট ১৯৪৭ তারিখে পাকিস্তান এসেম্বলিতে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে জিন্নাহ বললেন, “Now I think we should keep ...

দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই, শিবপ্রসাদ রায়

দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই, শিবপ্রসাদ রায় ছোটোবেলায় একটা বই পড়েছিলাম, নাম “বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না।” বড় হয়েও এদেশের বহু ঘটনার বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। মনে হচ্ছে গোটা দেশের ভাবনা-চিন্তাগুলো যেন একটা অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে। অবিলম্বে যদি আমরা বাস্তবের মাটিতে পা না রাখতে পারি, আমাদের জন্য অপেক্ষা করছে চরম সর্বনাশ। এদেশের অর্থনৈতিক বিপর্যয় এবং মনুষ্যত্বের অবক্ষয়ের জন্য দায়ী করা হয় ভারত বিভাগকে। এই ভারত বিভাগ ছিল এদেশের তাবৎ হিন্দু নেতৃবৃন্দের নির্বুদ্ধিতার পরিণতি। শতকরা সাতানব্বই জন মুসলমানের দাবী ছিল : হিন্দু মুসলমান দুটো পৃথক জাতি। হিন্দুর সঙ্গে পাশাপাশি বাস করে মুসলমানদের ধর্ম সংস্কৃতি অক্ষুণ্ণ রাখা অসম্ভব। অতএব আমাদের একটা হোমল্যান্ড চাই, যার নাম পাকিস্তান। মুসলমান সমাজের পুরোটাই যখন ভারতবর্ষকে দুখণ্ড করতে ব্যস্ত, তখন হিন্দু নেতারা কি করছিলেন? জনগণকে বোঝাচ্ছিলেন, হিন্দু মুসলমান পৃথক জাতি নয়। এক জাতি, ভারতীয় জাতি। মুসলীম লীগ এবং মহম্মদ আলি জিন্নার দ্বিজাতিতত্ত্ব এবং পাকিস্তানের দাবী সম্পূর্ণ ভিত্তিহীন। মহাত্মা গান্ধী বললেন : ভারত দ্বিখণ্ডিত হলে তা আমা...

বর্তমান হিন্দু-মুসলমান সমস্যা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৯২৬ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি ভাষন দেন যার নাম “বর্তমান হিন্দু মুসলমান সমস্যা”। এটি বাঙলা প্রাদেশিক সম্মেলনে প্রদান করেন। পরে তা হিন্দু সংঘ পত্রিকায় ছাপা হয় ১৯ শে আশ্বিন ১৯৩৩ সালে। পাঠকদের বলবো মনোযোগ দিয়ে পড়ুন এবং ভাবুন।  ------- কোন একটা কথা বহু লোকে মিলিয়া বহু আস্ফালন করিয়া বলিতে থাকিলেই কেবল বলার জোরেই তাহা সত্য হইয়া উঠে না। অথচ এই সম্মিলিত প্রবল কণ্ঠস্বরের একটা শক্তি আছে এবং মোহও কম নাই। চারিদিক গমগম করিতে থাকে—এবং এই বাষ্পাচ্ছন্ন আকাশের নীচে দুই কানের মধ্যে নিরন্তর যাহা প্রবেশ করে, মানুষ অভিভূতের মত তাহাকেই সত্য বলিয়া বিশ্বাস করিয়া বসে। Propaganda বস্তুতঃ এই-ই। বিগত মহাযুদ্ধের দিনে পরস্পরের গলা কাটিয়া বেড়ানই যে মানুষের একমাত্র ধর্ম ও কর্তব্য, এই অসত্যকে সত্য বলিয়া যে দুই পক্ষের লোকেই মানিয়া লইয়াছিল, সে ত কেবল অনেক কলম এবং অনেক গলার সমবেত চীৎকারের ফলেই। যে দুই-একজন প্রতিবাদ করিতে গিয়াছিল, আসল কথা বলিবার চেষ্টা করিয়াছিল, তাহাদের লাঞ্ছনা ও নির্যাতনের অবধি ছিল না। কিন্তু আজ আর সেদিন নাই। আজ অপরিসীম বেদনা ও দুঃখ ভোগের ভিতর দিয়া মানুষের চৈতন্য হইয়াছে যে, সত্য বস্তু সেদিন...

রক্তাক্ত শারদ’ ২০২১

রক্তাক্ত শারদ’ ২০২১ (১) ২০১৬ সালে ব্রাহ্মনবাড়ীয়া পবিত্র কাবা শরীফের উপর মহাদেবের ছবি বসানোর অজুহাতে রসরাজের বাড়ী সহ সেখানে বেশ কয়েকটি হিন্দু বাড়ী তছনছ করা হয়েছিল, কিন্তু প্রকৃত ধর্ম অবমাননাকারী ধরা পড়ার পর দেখা গেলো সে লোক একজন মুসলিম ধর্মাবলম্বী। প্রকৃত ধর্ম অবমাননাকারী ধরা পড়ার পর ঐ মুসলিম দুস্কৃতিকারী মানুষটার উপর আগ্রাসী ঐ মানুষ গুলোর কোন প্রতিক্রিয়া কিন্তু লক্ষ্য করা যায়নি। (২) ১৫ মার্চ ২০১৭ বাংলাদেশের দাউদকান্দির হিন্দু পাড়া সংলগ্ন এক মাদ্রাসায় রাতের অন্ধকারে প্রায় ১৬টি কোরান হাদিসের উপর মল ত্যাগ করা হয়েছে – এই খবর যখন চাউর করে সন্দেহের তীর পাশের হিন্দু বাড়ী গুলোর দিকে দেয়া হয়েছিলো, পরে যখন হাবিবুর রহমান ও তার দুই মুসলিম বন্ধু পুলিশি অভিযানে ধৃত হয় ও স্বীকারোক্তি দিয়ে এধরনের জঘন্য কাজের দায় নিজে নেয়ার পরও কোন মুসলিম ধার্মিক গোষ্ঠী হাবিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে এ্যাকশনতো দূরের কথা বিচারের জন্য কোন দাবীও করে নাই। (৩) পুরান ঢাকায়, মুসলিম ছেলেরা হিন্দু সেজে মুসলিম হিজাবী মেয়ের গায়ে মুখে আবির দেয়, শ্লীলতাহানি করে –এই কর্ম করে ধরা পড়া মুসলিম ও যুবকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্...

‘মেরুদণ্ডহীন’ হিন্দু সম্প্রদায় ও ‘সাম্প্রদায়িক’ বাংলাদেশ - চিররঞ্জন সরকার

তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ফোনে যখন আলাপ হচ্ছিল, তখন ঝাঁজালো কণ্ঠে বললেন, “কী-যে সব প্যানপ্যানানি লেখা লেখেন। এসব বাদ দ্যান। পারলে শক্ত করে লেখেন। না হলে লেখালেখি বাদ দেন। আর লিখেই-বা কী লাভ? রাস্তায় নামতে পারেন না? অস্তিত্ব হুমকির মুখে, আর আপনারা চুপচাপ বসে আছেন। আপনাদের পরিণতিও একসময় রোহিঙ্গাদের মতো হবে।” উনি এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন। আমি শুনলাম। এই কথাগুলো যে আমি বুঝি না বা দেশের হিন্দুরা বোঝে না, তা তো নয়। কিন্তু এসব ক্ষেত্রে কী-ই-বা বলার বা করার আছে? এদেশে হিন্দুদের যা পরিস্থিতি– যেভাবে অপমান-নির্যাতন-হামলা চালানো হচ্ছে– রাষ্ট্র, সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ জনগণ যে আচরণ করছে– তাতে হিন্দুদের মার খাওয়া ছাড়া, মেনে নেওয়া ছাড়া, বিলাপ ও চোখের জল ফেলা ছাড়া, দগ্ধ হওয়া ছাড়া, ‘গোপনে দেশত্যাগ’ ছাড়া আর কী-ই-বা করার আছে? হ্যাঁ, হিন্দুরা যা করতে পারে, যা করতে পারত, যা করা উচিত ছিল তা হল, ‘প্রতিরোধ’ গড়ে তোলা। কিন্তু এদেশে বসবাসকারী হিন্দুরা, আমাদের পূর্বপ্রজন্মের নেতারা (হিন্দু-নেতারা, ‘হিন্দু-নেতা’ শব্দটি ব্যবহার করতে বিবেকে বাধছে, কিন্তু উপায় কী) সঠিক সময়ে সঠ...

১৯ আগষ্ট ২০২২ জন্মাষ্টমী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র বক্তব্য

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ আগষ্ট জন্মাষ্টমী উপলক্ষ্যে বক্তব্য দিয়েছেন। সনাতন ধর্মাবলম্বীরা অনেক আশা নিয়ে ছিলাম তিনি সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠার ব্যাপারে ঘোষণা দেবেন। এটি ছিলো আওয়ামীলীগের নির্বাচনী ওয়াদা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখলাম তিনি এব্যাপারে কোনো ঘোষণা দিলেন না। বক্তব্যের শুরুতে তিনি ১৫ আগষ্টের কালো রাতে যারা মৃত্যুবরণ করেন তাদের কথা স্মরণ করেন। ১৫ই আগষ্ট কালো রাতে খুনীরা শুধু বঙ্গবন্ধুকে খুন করে নাই, পুরো পরিবারকে নৃশংসভাবে খুন করেছিলো পাকি প্রেত্মারা। শুধু তাই নয় যেসব ব্যক্তি এবং পরিবার এই নৃশংস ঘটনার বিপরীতে গর্জে উঠতে পারে তাদেরকেও স্বপরিবারে খুন করেছিল। এরপর আমরা দেখেছি ৪ নেতাকে খুন করেছিলো শয়তানরা। আমি বিশেষভাবে কর্ণেল জামিলকে স্মরণ করতে চাই- যিনি একমাত্র ব্যক্তি কারো অপেক্ষায় না থেকে একাকী ছুটে গিয়েছিলেন ধানমন্ডিতে। এবং তিনিও সেই নৃশংস ভাগ্য বরণ করেছিলেন। এই ঘটনাগুলো আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রী এত বছর পরেও সে ঘটনা স্মরণ করে বার বার কান্নায় ভেঙ্গে পড়েন। এহেন ঘটনায় তিনি যদি ব্যথিত হন, তিনিই তো সর্বোচ্চ বোঝার কথা হিন্দুদের বাড়ি...